• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

হঠাৎ কিয়েভ সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান কিয়েভ সফর করেছেন।

সোমবার রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, রোববার প্রিন্স ফয়সাল আকস্মিক ইউক্রেন সফরে যান। সফরে ইউক্রেনকে ৪০ কোটি ডলার সহায়তা দেওয়ার চুক্তি সই হয়।

প্রিন্স ফয়সাল বিন ফারহান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবাসহ বেশকিছু শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষৎ করেন। পরে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

কিয়েভ সফরে প্রিন্স ফয়সাল সৌদি আরবের নিরপেক্ষ অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা সব পক্ষের সঙ্গে সংকট নিরসনের সুযোগ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।

ইউক্রেনকে ৪০ কোটি ডলার সহায়তা দেয়ার চুক্তি এছাড়াও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের মাধ্যমে ইউক্রেনের জ্বালানি সরবরাহ নিশ্চিতে ৩০০ মিলিয়ন ডলারের সমঝোতা স্বারকও স্বাক্ষর করেন তারা।

Place your advertisement here
Place your advertisement here