• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো ওমান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো মধ্যপ্রাচ্যের দেশ ওমান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে দেশটিতে এ ভূকিম্পন অনুভূত হয়। 

ভূমিকম্পের মাত্রার বিষয়টি জানায় ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের সিসমোলজিক্যাল সেন্টার। 

রয়েল ওমান পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের পর অনেক বাসিন্দা তাদের কাছে ফোন করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত কিংবা আহতের খবার পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পে কোথাও ক্ষতির খবর শোনা যায়নি। 

এদিকে গত ৬ ফেব্রুয়ারি সিরিয়ার ও তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৪৬ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে লাখ লাখ মানুষ। ভয়াবহ এ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়াতে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। 

মৃত্যের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। 

Place your advertisement here
Place your advertisement here