• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়াল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় ৪৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। লাখ লাখ মানুষ আশ্রয় ও খাদ্যের সংকটে পড়েছে। উদ্ধারকর্মীরা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

তুরস্কে স্থানীয় সময় গতকাল শনিবার বিকেল পর্যন্ত মোট ৪০ হাজার ৬৪২ জন নিহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে সিরিয়ার সরকার ও জাতিসংঘ জানিয়েছে, সেখানে নিহতের সংখ্যা পাঁচ হাজার আট শ ছাড়িয়েছে।

প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ায় ধ্বংসস্তূপের নিচে এত দিন ধরে আটকে থাকা সত্ত্বেও জীবিত লোকদের খুঁজে পাওয়ার আশা ছাড়া হয়নি। উদ্ধারকর্মীরা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তবে গত কয়েক দিনে ধীরে ধীরে জীবিত উদ্ধারের সংখ্যা কমে এসেছে। এ সময় হাতে গোনা কিছু লোক জীবিত উদ্ধার হয়েছে।

গত শুক্রবার তুরস্কে উদ্ধারকারীরা ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করেন। কয়েক ঘণ্টা পর আরো তিনজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৪ বছরের এক কিশোরও রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here