• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

তুরস্কে ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে আরো ৩ জন উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

তুরস্কে ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধসে ধ্বংসস্তূপ থেকে শিশুসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার তুরস্কের দক্ষিণ হাতায় প্রদেশের ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধার করা হয়। দক্ষিণ তুরস্ক ও সিরিয়ায় দুবার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার ১২ দিন পার হওয়ার পর তাদের উদ্ধার করা হলো।

তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি দুটি ভয়াবহ ভূমিকম্পের পর শনিবার ১২তম দিনে আরো একটি অলৌকিক ঘটনা ঘটেছে। উদ্ধারকারী দলগুলো আন্তাকিয়া জেলার একটি ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে বেঁচে যাওয়া তিনজনকে বের করে এনেছে। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে।

সব শেষ তথ্যমতে, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। তুরস্কে মোট নিহতের সংখ্যা ৩৯ হাজার ৬৭২ ছুঁয়েছে। সিরিয়া সরকার ও জাতিসংঘ বলছে, সিরিয়ার পাঁচ হাজার ৮০০ জনের বেশি মানুষ মারা গেছে। দুই দেশে এখনো উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এর আগে তুরস্কের হাতায়ে উদ্ধারকারী দল ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে ধ্বংসস্তূপের নিচ থেকে ২৭৮ ঘণ্টা পর জীবিত উদ্ধার করে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে সিরিয়া ও তুরস্ক। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮। পরপর ১০০টি আফটার শকে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। তুরস্কের সরকার জানিয়েছে, দেশটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এক কোটি ৩০ লাখের বেশি।

১৯৯৯ সালে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের মারমারায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এবার সেই সংখ্যা কয়েকগুন ছাড়িয়ে গেছে।

Place your advertisement here
Place your advertisement here