• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেলো ভারত   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়েছে ভারত।

শুক্রবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ২১৫ জন। মহামারি শুরু হওয়া চীনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৮৩ জন। করোনা আক্রান্তের সংখ্যার বিচারে বিশ্বে এখন ভারতের স্থান ১১ নম্বরে।

তবে ভারতে করোনায় মৃত্যুর হার অবশ্য চীনের চেয়ে কম। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ৬৪৯ জন। সুস্থ হয়েছেন ২৭,০০০ এরও বেশি মানুষ।
 
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৪৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এই আক্রান্তের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রায় এক তৃতীয়াংশ ঘটনার রিপোর্ট মিলেছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ ভাইরাসে মারা গেছেন ৩ লাখেরও বেশি মানুষ।

Place your advertisement here
Place your advertisement here