• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ভারতে ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

ভারতে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।
এই আর্থিক প্যাকেজ ভারতের জিডিপির প্রায় ১০ শতাংশ। প্যাকেজটি দেশে বিরাট সংস্কার আনবে বলে আশ্বস্ত করেছেন মোদি। এছাড়া চতুর্থ দফার লকডাউনের কথাও বলেছেন তিনি। তবে এবারের লকডাউন হবে সম্পূর্ণ ভিন্নধর্মী।

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতের অর্থনীতিকেও কার্যত পঙ্গু করে দিয়েছে কোভিড-১৯। মূলত এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতেই ২০লাখ টাকার প্যাকেজ ঘোষণা করলেন মোদি।

জাতির উদ্দেশে দেয়া ৩৩ মিনিটের ভাষণের মূল বিষয় ছিল এই আর্থিক প্যাকেজ। মোদি বলেন, টোয়েন্টি টোয়েন্টিতে ২০ লাখ কোটির প্যাকেজ। এই আর্থিক প্যাকেজের মধ্যে কৃষক, শ্রমিক থেকে শুরু করে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্পক্ষেত্র সবাই রয়েছে। এছাড়া যারা নিয়ম মেনে কর দেন তাদের সবার জন্যেও বন্দোবস্ত থাকবে।

ভাষণে মোদি বলেন, মহামারি করোনার এই সংকটে ভারতবাসী অনেক কষ্ট সহ্য করেছে। তিনি বলেন, এটি এমন এক সংকট যেখানে বড় বড় অর্থনীতির ভিতও নড়ে গিয়েছে।

আর্থিক প্যাকেজ সম্পর্কে মোদি বলেন, এই প্যাকেজে অনেক বিকল্প রয়েছে। এর মাধ্যমে আমাদের উৎপাদন ক্ষমতা বাড়বে, গুণগত মানও নিশ্চিত থাকবে। এই সংস্কার অর্থনীতিকে আরো মজবুত করবে। এছাড়া আগামী সময়ে প্রমাণিত হবে যে, ভারত সব সময় বিশ্বে সব কিছুতেই নেতৃত্ব দিয়েছে।

বুধবার থেকেই দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ধাপে ধাপে এই প্যাকেজের বিষয়ে বিস্তারিত জানাবেন বলেও জানিয়েছেন মোদি।

সূত্র- আনন্দবাজার

Place your advertisement here
Place your advertisement here