• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

গর্ভাবস্থায় মায়েদের খাবার

দৈনিক রংপুর

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

গর্ভাবস্থায় মায়েদের সুস্থ রাখতে এবং একটি সুস্থ শিশু জন্মদানে খাবার-দাবারের বিষয়ে খেয়াল রাখা খুবই জরুরি।

 

1.গর্ভাবস্থায় মায়েদের খাবার

একই সঙ্গে মায়ের একটু বাড়তি খাবার খাওয়া প্রয়োজন এ সময়টায়। গর্ভাবস্থায় কী খাবার খাওয়ানো উচিত তা জেনে নিন।

একজন গর্ভবতীর খাবার পুষ্টি উপাদানের ওপর ভিত্তি করে একটু একটু বাড়াতে হবে। প্রতিদিন প্রেটিনযুক্ত খাবার যেমন- দুধ ও দুধের তৈরি খাবার, ডিম ও মাছ ইত্যাদি খাওয়াতে হবে। এগুলোর প্রতি জোর দিতে হবে। আর ভিটামিন ‘ডি’র জন্য রোদে যেতে হবে, সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে।

এ সময় শাকসবজি ও ডিমে তেলের ব্যবহার নিশ্চিত করতে হবে। শাকসবজি ও ডিমে তেলের ব্যবহার নিশ্চিত করলে ভিটামিন এ, ডি, ই ও কে পাওয়া যায়। এ ছাড়া আয়রনের পরিমাণ যেন ঠিক থাকে, সে জন্য আয়রণযুক্ত খাবার খেতে হবে।

যেমন : শুকনো ফল, ডিম, কচুশাক, লতি, বিট, গাজরসহ অন্যান্য লাল রঙের সবজি ইত্যাদি খেতে হবে।

এছাড়া গর্ভাবস্থায় ফাস্টফুড, জাঙ্কফুড, প্রিজারভেটিভ খাবার এড়িয়ে যাওয়া সবচেয়ে ভালো।

Place your advertisement here
Place your advertisement here