• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

জ্বর কমাতে যা খাবেন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

মৌসুম বদলাচ্ছে। শীত গেলো, বসন্ত এলো। দিনে গরম আর রাতে কেমন ঠাণ্ডা। এই আবহাওয়ার খেলে অনেকেই তীব্র জ্বরে ভোগেন। এজন্য এ মৌসুমে সুস্থ থাকার জন্য সতর্ক থাকা জরুরি। তবে জ্বর যদি হয়ে যায় একটানা ওষুধ বা প্যারাসিটামল খাওয়াও ক্ষতিকর। সেক্ষেত্রে আপনার চারপাশে থাকা সবুজ পাতায় নির্ভর করতে পারেন। এই যেমন: 

তুলসিপাতা
তুলসিপাতায় ইউজেনল, লিনালুল এবং সিট্রোনেলল এর মতো তেল আছে। তাছাড়া এ পাতায় অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য আছে। এগুলো ভাইরাল উপশমে কাজ করে। জ্বর কিংবা মাথাব্যথা হলে এজন্যই তুলসির রস কিংবা তুলসি চা পান করুন। 

সজনেপাতা
সজনেপাতাতেও ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। ভাইরাল জ্বর সাড়াতে এ পাতার জুড়ি মেলা ভার। শরীর থেকে ক্ষতিকর টকসিন বের করতে জ্বরের সময় সজনেপাতা কার্যকর বলে একটি গবেষণায় প্রমাণিত হয়েছে। 

ধনেপাতা
ধনেপাতা ও এর বীজে ফাইটোনিউট্রিয়েন্টের অভাব নেই। এই উপাদান রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জ্বরে আধ লিটার পানিতে ধনেপাতা দিয়ে ওই পানি দিনে কয়েকবার পান করুন। উপকার পাবেন। 

Place your advertisement here
Place your advertisement here