• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেবে রেমন্ড

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা গুটিয়ে নেয়ার পরিকল্পনা করছে ভারতভিত্তিক বহুজাতিক ফ্যাশন ব্র্যান্ড রেমন্ড। তবে শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে না ফ্যাশন ব্র্যান্ডটি।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন রেমন্ডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক গৌতম সিংহানিয়া।

গৌতম সিংহানিয়া বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বিভিন্ন বৈশ্বিক ফার্ম থেকে আমাদের ওপর চাপ আসছে। অনেকেই এই পরিস্থিতির সুবিধা নেয়ার জন্য তৎপর। এ কারণেই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আপাতত আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এতে কিছুটা সময় লাগবে; তবে সরে যাওয়ার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত।

সিংহানিয়া বলেন, ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমের দাম অপেক্ষাকৃত সস্তা এবং বাংলাদেশে ১৭ কোটি মানুষের একটি বিশাল বাজার রয়েছে। ব্যবসার জন্য এটি ইতিবাচক তবে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো বস্ত্রের অভাব।

রেমন্ড চেয়ারম্যান বলেন, ভারতের তুলনায় বাংলাদেশে শ্রম সস্তা। বাজারও মোটামুটি সন্তোষজনক; কিন্তু এই দেশের কোনো টেক্সটাইল ভিত্তি নেই। নিজেদের তৈরি বস্ত্রের সরবরাহ নেই। এখানে যে অবকাঠামো গড়ে উঠেছে, তার প্রায় সবটাই গার্মেন্ট বা তৈরি পোশাক শিল্পকে কেন্দ্র করে। তাই বস্ত্রের জন্য আমাদেরকে ভারতের ওপর নির্ভর করতে হয়। ভারতে যদি আমরা ব্যবসা স্থানান্তর করি, তাহলে বস্ত্রক্রয় সংক্রান্ত খরচ আমাদের সাশ্রয় হবে, উৎপাদন খরচও কমবে।

Place your advertisement here
Place your advertisement here