• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বৃষ্টির দিনে ট্রাভেল ব্যাগে যা রাখবেন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ভ্রমণের সময় যতটা সম্ভব ব্যাগ হালকা রাখা যায় ততোই ভালো। পরিবেশ ও আবহাওয়া অনুযায়ী কিছু প্রয়োজনীয়  জিনিস সঙ্গে রাখা প্রয়োজন।  যেহেতু এখন বর্ষাকাল চলছে, সেটা ভেবে অতিরিক্ত কিছু জিনিস সঙ্গে নিতেই হবে।

যেমন : ব্যাগে ছোট তোয়ালে রাখুন। বৃষ্টিতে চুল বা শরীর ভিজে গেলে চট করে মুছে নিতে পারবেন। এমন তোয়ালে বেছে নিন, যা সহজে পানি শোষণ করে সহজে শুকিয়ে যাবে।

ব্যাগে বেশ কয়েকটি প্লাস্টিকের জিপলক পাউচ রাখুন। এতে বৃষ্টির সময় বাইরে থাকলেও মোবাইল ফোন, চার্জার, ওষুধ বা টাকাপয়সার মতো দরকারি জিনিসগুলো সুরক্ষিত রাখা যাবে। এ ছাড়া ভেজা কাপড় নেওয়ার জন্য পলিথিনের ব্যাগ রাখতে হবে সঙ্গে।

বর্ষার সবচেয়ে উপকারী বন্ধু ছাতা আর রেইনকোট। বর্ষায় ভ্রমণের সময় ব্যাগে ভালো ছাতা ও রেইনকোট অবশ্যই থাকা চাই।

সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় ওষুধ। এটার কোনো আলাদা ঋতু নেই। তবে বর্ষাকালে বাইরের পানি খাওয়ার পর পেটে গোলমাল হওয়ার ঝুঁকি বেশি থাকে। এ জন্য ওষুধ রাখতে হবে বিশেষভাবে।

বর্ষায় ওয়াটারপ্রুফ জুতা ব্যবহার করুন। ভেজা জুতা দীর্ঘক্ষণ পরলে জ্বর-ঠান্ডার আশঙ্কার পাশাপাশি সংক্রমণের ঝুঁকি বাড়ে। সম্ভব হলে এক জোড়া বাড়তি জুতা সঙ্গে রাখা ভালো।

বর্ষায় বিভিন্ন রোগ ও সংক্রমণ– দুটিই বেশি হয়। তাই নিজের পরিচ্ছন্নতায় মনোযোগ দিতে হবে। সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার। ব্যাগের এমন জায়গায় স্যানিটাইজার রাখতে হবে যেন সহজে বারবার ব্যবহার করা যায়।

Place your advertisement here
Place your advertisement here