• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ মারা গেছেন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭০ বছর। শুক্রবার ভোরে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বাংলাদেশ ব্যুরোপ্রধান জুলহাস আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের পর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আর্মি কবরস্থানে তাকে দাফন করা হবে।

মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদের পরিবারের সদস্যরা জানান, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে দেশে ফেরার পর সাবেক এ সেনা কর্মকর্তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সিএমএইচে ভর্তি করা হয়। গত দুই মাস অসুস্থ অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অত্যন্ত পরিচিত মুখ। বিভিন্ন সংবাদপত্রে নিয়মিত কলাম লিখতেন তিনি। 

Place your advertisement here
Place your advertisement here