• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২৪  

Find us in facebook

Find us in facebook

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে, আগামী ২৬-২৮ মে সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। এই সময়ে ফসলের ক্ষয়ক্ষতি এড়াতে কৃষকের প্রতি আটটি পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার কৃষি সম্প্রসারণ অধিদফতরের ‘কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প’ এর পরিচালক ড. মো. শাহ কামাল খানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

বৃষ্টিপাতের ক্ষতিকর প্রভাব থেকে দণ্ডায়মান ফসলকে রক্ষার জন্য ‘কৃষি আবহাওয়া বিষয়ক’ পরামর্শ হচ্ছে-
১. বোরো ধান ৮০% পরিপক্ক হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ জায়গায় রাখুন।
২. দ্রুত পরিপক্ক সবজি ও ফল সংগ্রহ করে ফেলুন।
৩. সেচ, সার ও বালাইনাশক প্রয়োগ থেকে বিরত থাকুন।
৪. জমির আইল উঁচু করে দিন।
৫. নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন যেন জমিতে পানি জমে না থাকতে পারে।
৬. আখের ঝড় বেঁধে দিন, কলা ও অন্যান্য উদ্যানতাত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।
৭. পুকুরের চারপাশ জাল দিয়ে ঘিরে দিন, যেন ভারী বৃষ্টিপাতের পানিতে মাছ ভেসে না যায়।
৮. গবাদি পশু ও হাঁস-মুরগি শুকনো ও নিরাপদ জায়গায় রাখুন।

Place your advertisement here
Place your advertisement here