• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

শখের তোলা আশি টাকা!

দৈনিক রংপুর

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

শখ এমন একটি শব্দ যা প্রত্যেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর এই শখ পূরণের ইচ্ছা প্রত্যেক মানুষকে তাড়িয়ে বেড়ায় দূর থেকে বহুদূর। কেউ সহজেই পূরণ করতে পারে কেউবা জীবনভর চেষ্টা করেও সফল জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে না। কিছু মানুষের শখ নেহাতই ছোট আবার কারো শখ বিচিত্র এবং যথেষ্ট বিলাসিতাপূর্ণ। প্রত্যেকের শখের ধরন আলাদা আলাদা তবে অর্থ বা টাকার সঙ্গে শখের মেলবন্ধন রয়েছে।দরিদ্রদের জন্য শখ পূরণের ইচ্ছা বেশিরভাগ সময় ইচ্ছা পর্যন্তই থেকে যায় কিন্তু ধনীরাকীভাবে অর্থ ব্যয় করবে সেটি ভেবেই কুল পায় না। আর হয়তো এই কারণেই তারা তাদের উদ্ভট সব শখ পুরণে মেতে ওঠে।এমনই সব ব্যক্তিদের উদ্ভট কছু শখ সম্পর্কে জেনে নিন-

 

1.শখের তোলা আশি টাকা!

দুবাই শহরের বৈচিত্র্যতা ও রহস্যময়তা সম্পর্কে প্রোয় সকলেরই ধারণা রয়েছে। দুবাইয়ের উচ্চবিত্ত মানুষেরা পোষ্য প্রাণী হিসেবে কুকুর, বিড়াল ছাড়াও পোষে হিংস্র সব পশু। যেমন, বাঘ, ভাল্লুক, সিংহ এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সাপ কেউ পোষ্য প্রাণী হিসেবে বেছে নেয়। ঢাকা কিংবা কলকাতার মতো দুবাই শহরের ট্রাফিক জ্যামও বেশ বিরক্তিকর। তবে আশ্চর্য শোনালেও সত্যি যে, দুবাইয়ের মানুষেরা ট্রাফিক জ্যামের মধ্যে না বসে থেকে হেলিকপ্টারে তাদের প্রয়োজনীয় গন্তব্যে যাতায়াত করে। ট্রাফিক জ্যামে ফেঁসে গেলে তারা হেলিকপ্টারকে একটি ওয়ে আউট হিসেবে ব্যবহার করে।

 

2.শখের তোলা আশি টাকা!

সোপ খান বা খান আল সাবুন লেবাননের একটি বিখ্যাত সাবান কোম্পানি। বহু বছর আগে এই কোম্পানির মালিক নিজের জন্য হিরে এবং সোনা ব্যবহার করে একটি সাবান বানিয়েছিলেন। পরবর্তীতে এই ধরণের সাবান আরো বেশি ব্যবহার উপযোগী করতে তিনি নিজেই একটি ফ্যাক্টরি গড়ে তুলেন। এই সাবানের মূল্য প্রায় দুই লাখ তিন হাজার টাকা। এত বেশি দাম হওয়া সত্ত্বেও বিদেশি বাজারগুলোতে এসব সাবানের চাহিদা কখনো কমে না। ফ্রান্স, জার্মানি, কাতার, সৌদি আরব, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে এই সাবান পাওয়া যায়।

 

3.শখের তোলা আশি টাকা!

হংকং জুয়েলারির চেয়ারম্যান লাম স্যাল উই নিজের জুয়েলারি শপে সোনা দিয়ে একটি বাথরুম বানিয়েছেন এবং এই বাথরুমটি বানাতে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয়। যারা তার জুয়েলারি শপ থেকে আশি হাজার টাকার বেশি কেনাকাটা করবে তারাই শুধু এই বাথরুমটি ব্যবহার করতে পারবে।

 

4.শখের তোলা আশি টাকা!

ভার্জিন কোম্পানির মালিক রিচার্ড ব্র্যানসনের কথা আমরা সকলেই কমবেশি জানি। সম্প্রতি এয়ার এশিয়ার ওপেনিং অনুষ্ঠানে রিচার্ড ব্র্যানসনের নারী সেজে অভিনয় দক্ষতাটি সকলকে অবাক করেছে । বর্তমানে রিচার্ড ব্র্যানসনের কাছে প্রায় ত্রিশ কোটি টাকার ফিমেল স্টাফ রয়েছে যেগুলো রিচার্ড ব্যানসন নিজের ব্যক্তিগত কাজের জন্য হায়ার করে রেখেছেন।ইনস্টাগ্রাম খ্যাত টনি টাও টনিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ভাবে জীবন যাপনকারী ব্যক্তি। টনির জন্ম হয় ইরানে। কিন্তু ইসলামিক বিপ্লবের সহিংসতা থেকে বাঁচতে টনি এবং তার পরিবার আশ্রয় নিয়েছিল আর্জেন্টিনায় অতঃপর সেখান থেকে নিজের ব্যবসা শুরুর উদ্দেশ্যে টনি পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে।সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রায় ১৫ লাখ ফলোয়ার্স রয়েছে তার। এজন্যই ২০১৬ সালে তাকে কিং অফ ইনস্টাগ্রাম উপাধি দেয়া হয়।মাত্র উনিশ বছর বয়সে হলিউডের একটি নাইট ক্লাব কেনার পর আরো বেশি করে আলোচনায় আসেন তিনি। বন্দুক, ঘড়ি এবং মেয়েদের সঙ্গ টনির পছন্দের তালিকায় শীর্ষে।

 

7.শখের তোলা আশি টাকা!

টনির সংগ্রহে রয়েছে দেড় কোটি টাকার বেনপ্লে, বাইশ কোটির রোলস রয়েল ২৮ কোটি টাকার ল্যাম্বরগিনি সহ আরো অনেক গাড়ি। এক সাক্ষাৎকারে টনি জানায় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো টাকার প্রাচুর্যতা। একাধিক মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা, তিনশো কোটি টাকার রায়টে পার্টি করাসহ ব্যক্তিগত জেট বিমানে ঘুরে বেড়ানো তার শখ।

Place your advertisement here
Place your advertisement here