• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ইতিহাসের পাতায় ৩১ মার্চের উল্লেখযোগ্য ঘটনা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আজ ৩১ মার্চ, ২০২৩ শুক্রবার। ১৭ চৈত্র, ১৪২৯। ০৮ রমজান, ১৪৪৪ হিজরি। ৩১ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯০তম দিন। বছরটি শেষ হতে আরো ২৭৫ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি

১৭১৩: ইউট্র্যাক্ট নগরের সন্ধির মাধ্যমে স্পেনীয় উত্তরাধিকার সংক্রান্ত মহাযুদ্ধের অবসান হয়।
১৭২৭: ইংরেজ পদার্থ ও গণিতবিদ বিশ্বের প্রধানতম বিজ্ঞানীদের অন্যতম আইজ্যাক নিউটনের মৃত্যু।
১৭৭৪: কলকাতায় পোস্ট মাস্টার জেনারেলের পদ সৃষ্টি করা হয়।
১৮০৭: খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ পানিতে ভাসানো হয়।
১৮২৪: প্রথম ভারতীয় টাঁকশালের ভিত্তিপ্রস্তর স্থাপন।
১৮৮২: কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু।
১৮৮৯: প্যারিসে আইফেল টাওয়ার উদ্বোধন।
১৯২১: মঙ্গোলিয়ার স্বাধীনতা ঘোষণা।
১৯৫৪: জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েত মীন নামে পরিচিত ভিয়েতনামের বাহিনী দিয়েন বিয়েন ফুতে ফরাসি বাহিনীকে অবরোধের সূচনা করে।
১৯৬৬: সাবেক সোভিয়েত ইউনিয়ন লুন টেন নামের প্রথম চন্দ্র প্রদক্ষিণকারী একটি মহাকাশযান উৎক্ষেপণ করে।
১৯৭৯: আরব লিগের সদস্যরা এই সংস্থায় মিশরের সদস্যপদ নাকচ করে দেয়।
১৯৭৯: ইংল্যান্ডের রক্ষণশীল দলের এমপি এয়ারি নিভ কমন্সসভার বাইরে নিজ মোটরগাড়িতে বোমা বিস্ফোরণে প্রাণ হারান।
১৯৯১: মধ্যরাতে ওয়ারশ জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।

জন্ম

১৫৯৬: রেনে দেকার্ত, ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক, গণিতজ্ঞ, বিজ্ঞানী।
১৯১৪: অক্তাবিও পাজ, সাহিত্যে নোবেলজয়ী (১৯৯০) ম্যাক্সিকান কবি।

মৃত্যু

১৬৩১: জন ডান, ইংরেজ কবি।
১৬৬৩: মোগল সেনাপতি মীর জুমলা।
১৭২৭: প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক আইজাক নিউটন।
১৯১৭: এমিল ফন বেরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী।
১৯৭১: সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাবের।
১৯৯১: শিল্পপতি এ কে খান।
২০১৩: ছোটদের বাংলা গানের যশস্বী কণ্ঠশিল্পী সনৎ সিংহ।

Place your advertisement here
Place your advertisement here