• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ইউরোপের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ করছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে এই মহাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ করতে চায় বলে জানিয়েছে রাশিয়া।

মঙ্গলবার দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির চিজোভ এ মন্তব্য করেন।

আমেরিকা যদি ইউরোপে নিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার সিদ্ধান্ত নেয় তাহলে ইউরোপীয় দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে মারাত্মক পরিবর্তন ঘটবে বলে মনে করে রাশিয়া।

চিজোভ বলেন, ১৯৮৭ সালে আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তিতে ইউরোপীয় দেশগুলোই বেশি লাভবান হচ্ছে। কাজেই এই চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে গেলে ইউরোপের মারাত্মক ক্ষতি হবে।

মার্কিন সরকার গতমাসের শেষ দিকে ঘোষণা করেছে, দেশটি মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়া এই চুক্তি লঙ্ঘন করেছে বলে ওয়াশিংটন অভিযোগ করলেও মস্কো সে অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

Place your advertisement here
Place your advertisement here