• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বঙ্গবন্ধুর তৃতীয় বই ‘নয়া চীন ভ্রমণ’

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আরো একটি বই প্রকাশিত হতে যাচ্ছে। এটি হবে তাঁর প্রকাশিত তৃতীয় বই। ‘নয়া চীন ভ্রমণ’ নামের বইটি প্রকাশ করছে বাংলা একাডেমি। বইটি একই সঙ্গে ইংরেজী ভাষায়ও প্রকাশিত করা হয়েছে।

ইংরেজী ভাষায় বইটি অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক ফকরুল আলম। তিনি বঙ্গবন্ধুর লেখা দ্বিতীয় গ্রন্থ এবং বাংলা একাডেমি প্রকাশিত ‘কারাগারের রোজনামচা’ বইটিও ইংরেজী ভাষায় অনুবাদ করেছেন এবং,

‘নয়া চীন ভ্রমণ’ বইটি প্রথম প্রকাশকালে ২০ হাজার কপি ছাপা হবে। বাংলা একাডেমির আগামী একুশের গ্রন্থমেলার উদ্বোধনী দিন থেকেই বইটি বাংলা ও ইংরেজী উভয় ভাষায় পাওয়া যাবে।

বইটি সম্পাদনার দায়িত্বে নিয়োজিত বাংলা একাডেমির মহাপরিচালক ও লোকগবেষক অধ্যাপক শামসুজ্জমান খান জানান, বইয়ের গ্রন্থস্বত্ব থাকছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর। ভূমিকা লিখছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর লেখা ভূমিকা পাওয়া গেলেই বইটির ছাপার কাজ সম্পন্ন হবে।

বইটির প্রকাশক থাকছেন বাংলা একাডেমির গবেষণা, সংকলন ও অভিধান বিভাগের পরিচালক মোবারক হোসেন।

তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই বইটির প্রকাশনার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশ করেছিল ঢাকার প্রকাশনা সংস্থা ইউপিএল। এরপর তাঁর দ্বিতীয় গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’ প্রকাশ করে বাংলা একাডেমি। তৃতীয় গ্রন্থ ‘নয়া চীন ভ্রমণ’ও প্রকাশ করছে বাংলা একাডেমি।

Place your advertisement here
Place your advertisement here