• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পতন কাটিয়ে সূচকের উত্থানে লেনদেন

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

আগের দিনের বড় পতন কাটিয়ে মঙ্গলবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১৬২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, উল্লেখিত সময়ে ডিএসইতে ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৬১ পয়েন্টে রয়েছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ২১০ পয়েন্টে অবস্থান করছে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৬৩ পয়েন্ট।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ২৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১০০ পয়েন্টে রয়েছে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির।

Place your advertisement here
Place your advertisement here