• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

আবার ঘর বাঁধলেন ফারজানা ব্রাউনিয়া

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

আবারো বিয়ে করেছেন দর্শকপ্রিয় উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। বর লে. জে. হাসান সারওয়ার্দী। ব্রাউনিয়ার ঘনিষ্ট একটি সূত্র খবরটি নিশ্চিত করেছেন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে দুজনেরই গায়ে হলুদের অনুষ্ঠান হওয়ার কথা। সোমবার সেনাকুঞ্জে তাদের বিয়ের মূল অনুষ্ঠান। দুই পরিবারের সম্মতিতে বেশ জাঁকজমকভাবে এ বিয়ের অনুষ্ঠান হবে। ফারজানা ব্রাউনিয়া এর আগে আরো দুইবার বিয়ে করেছিলেন। পূর্বের দুই সংসারে তার দুই ছেলেও এক মেয়ে রয়েছে।

ব্রাউনিয়া জানান, আমাদের মধ্যে পরিচয় কাজের সূত্রে। ২০১৫ সালে মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) দুই-সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স করার সময় সারওয়ার্দীর সঙ্গে পরিচয়। এরপর কাজ করতে গিয়ে সম্পর্ক তৈরি হয়। পরে দুই পরিবারের মত নিয়ে গত ৬ নভেম্বর আকদ আর ১৬ নভেম্বর বিয়ে নিবন্ধন করা হয়। আগামী ২৬ নভেম্বর বিবাহোত্তর সংবর্ধনা হবে বলে জানান তিনি। এর মধ্যে গত ২০ নভেম্বর তারা সাভার গলফ ক্লাবে যান পাশ্চাত্য শৈলীতে বিয়ের ফটোসেশনে অংশ নেন।

রানা প্লাজা ধসের পর নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে উদ্ধার কাজের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন চৌধুরী হাসান সারওয়ার্দী। ২৬ মার্চ ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এরপর তিনি আর্টডকের জিওসি ও ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হন। সেখান থেকে এ বছরের ১ জুন অবসরে যান। এর আগে তিনি আনসার ও ভিডিপি এবং এসএসএফের মহাপরিচালক এবং সেনা গোয়েন্দা বিভাগের পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এখন দুটি ব্যবসা প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কাজ করছেন।

বাংলাদেশ টেলিভিশনে ২০০০ সালে সংবাদ পাঠিকা হিসেবে ব্রাউনিয়ার শোবিজে যাত্রা শুরু হয়। তখন তিনি ইংরেজি সংবাদ পড়তেন। তবে ফারজানা ব্রাউনিয়া নামটি দেশজুড়ে আলোচনায় আসে ২০০৪ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ভিন্ন ধর্মী উপস্থাপনার পর। এছাড়াও তার উপস্থানায় জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, গেম শো লেটস মুভ, রাজনীতিভিক্তিক শো হাঁড়ি কড়াই রান্নার লড়াই, চ্যানেল আই সেরা কণ্ঠ অন্যতম।
 

Place your advertisement here
Place your advertisement here