• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

‘আমি ভীতু, আসিফ ভাই সাহসী, এজন্য তার বেশি সম্মান প্রাপ্য’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। অন্যদিকে শিক্ষার্থীদের পাশে থেকে সরকারের বিভিন্ন সমালোচনায় সরব ছিলেন বাংলা গানের যুবরাজ খ্যাত গায়ক আসিফ আকবর। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আসিফের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, জুলাইয়ের আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানাতে নিজের ছেলেকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছিলেন এই গায়ক। গত ৩ আগস্ট সরকার পতনের ওই আন্দোলনে অংশ নিয়ে ছেলেকে সামনে এগিয়ে দিয়ে আসিফ বলেন,  এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি। তোমরা ওকে মেরে ফেলবে, মেরে ফেলো। যেভাবে ছাত্রদের মারা হচ্ছে, তা মানা যায় না। আমাদের একটাই দাবি—‘স্বৈরশাসকের পদত্যাগ চাই’।

সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে আসিফের প্রশংসা করেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। যেখানে নিজেকে ভীতু দাবি করে গায়ককে সাহসী বলে সম্বোধন করেছেন তিনি। জয় তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমি ভীতু, আসিফ ভাই সাহসী। এ জন্যই চিরকাল আসিফ ভাই আমার চেয়ে অনেক বেশি সম্মান প্রাপ্য। আসিফ ভাই স্যালুট।’

অভিনেতার এমন মন্তব্যের সঙ্গে ভক্তরাও একমত পোষণ করেছেন। অনেকেই আবার ছাত্র আন্দোলনে জয়ের নীরব থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন। 

Place your advertisement here
Place your advertisement here