• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন, নতুন কমিটিতে যারা আছেন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

প্রবল গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারে পতনের পর সংস্কারের ছোঁয়া লেগেছে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংগঠনে। সেই ধারাবাহিকতায় এবার পুনর্গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। রোবার (১৫ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন কমিটির তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।প্রজ্ঞাপনে অনুযায়ী, পুনর্গঠিত বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব/সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি।

এছাড়াও সদস্যদের তালিকায় আরো রয়েছেন ড. জাকির হোসেন রাজু, নির্মাতা খিজির হায়াত খান, নির্মাতা তাসমিয়া আফরিন মৌ, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, নির্মাতা আশফাক নিপুন, বিশিষ্ট লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন এবং চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেল।

এর আগে, গত ১২ মে এক বছরের জন্য চলচ্চিত্র সেন্সরবোর্ড গঠন করেছিল আওয়ামী লীগ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেই বোর্ডে সদস্য ছিলেন অভিনেত্রী সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, দিলারা হানিফ পূর্ণিমা, অভিনেতা আজিজুল হাকিম। এছাড়া চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু এবং পরিচালক জাহাঙ্গীর আলমও ছিলেন বোর্ড সদস্য। তবে ৫ আগস্ট সরকার পতনের পর আগের বোর্ড ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হলো।

Place your advertisement here
Place your advertisement here