• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

মিস ওয়ার্ল্ডের দর্শক ভোটিং সেগমেন্ট শুরু, ভোট চাইলেন ঐশী

দৈনিক রংপুর

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

চীনে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আসর 'মিস ওয়ার্ল্ড' প্রতিযোগিতার ৬৮তম আসর বসেছে। এতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন তিনি।

আগামী ৮ ডিসেম্বর এর গ্র্যান্ড ফিনালে। এর আগে থাকছে বিভিন্ন সেগমেন্ট। সব কিছু ঠিক থাকলে মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালেতে দেখা যাবে ঐশীকে।

এরই মধ্যে প্রতিযোগিতার কয়েকটি সেগমেন্টে অংশ নিয়েছেন ঐশী। এবার শুরু হলো দর্শক ভোটিং। গ্র্যান্ড ফিনালেতে যেতে হলে ভোটেও এগিয়ে থাকতে হবে তাকে।

 

1.মিস ওয়ার্ল্ডের দর্শক ভোটিং সেগমেন্ট শুরু, ভোট চাইলেন ঐশী

বৃহস্পতিবার থেকে প্রতিযোগীদের ভোটিং পর্ব শুরু হয়েছে। চলবে টানা ১০ দিন। কেউ ভোট দিতে চাইলে (www.missvo.modelpowergd.com/en/#/) এই লিংকে প্রবেশ করে ঐশীর ছবির উপর ক্লিক করতে হবে। এরপর লাইক অপশনে ক্লিক করে, ভোট ফর লেখায় ক্লিক করতে হবে।

বর্তমানে ভোট পেয়ে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে আছে নেপাল ২৯.৩৬%, ফিলিপাইন ৯.৩৬%, ফ্রান্স ৮.০৮% বাংলাদেশ ৭.৩৬%। এ সেগমেন্টের জন্য দেশের মানুষদের ভোট দেয়ার জন্য অনুরোধ করেছেন ঐশী।

১০ নভেম্বরের পর থেকেই চীনের সানাইয়া শহরে অবস্থান করছেন ঐশী। মিস ওয়ার্ল্ডে প্রতিযোগিতা শেষ করে তিনি দেশে ফিরবেন ১০ ডিসেম্বর।

Place your advertisement here
Place your advertisement here