• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

সব দ্বন্দ্ব ভুলে এক হচ্ছে চলচ্চিত্র পরিবার ও জাজ!

দৈনিক রংপুর

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘চলচ্চিত্র পরিবার’ ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছে অনেক দিন থেকেই। সরাসরি চলচ্চিত্র পরিবার জাজ মাল্টিমিডিয়ার বিরোধিতা করে আসছিল। এ আন্দোলন ছিল ঢাকাই সিনেমার উন্নয়নের জন্য ছিল। তবে শোনা যাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমার মুক্তিকে কেন্দ্র করে এই দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্ব মিটে যাচ্ছে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘দহন’ সিনেমা মুক্তি উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিএফডিসিতে ‘দহন’ সিনেমার ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেছে। বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্স চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য চিত্রনায়ক ফারুক। এছাড়াও সেখানে চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ চলচ্চিত্রাঙ্গনের সব সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত থাকার কথা রয়েছে।

এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, আমাদের কারো সঙ্গে কোনো বিরোধ নেই। আমরা চলচ্চিত্রাঙ্গনের প্রতিটা সংগঠনকেই আমাদের ‘দহন’ সিনেমার অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আমরা চলচ্চিত্রের উন্নয়নের সার্থে সবাইকে নিয়ে কাজ করতে চাই।

এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, আমরাও চাই সবাই একসঙ্গে কাজ করতে। কারো সঙ্গে আমাদের বিরোধ নেই। তবে জাজের অনুষ্ঠানে যাওয়া না-যাওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ফারুক ভাইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। আমরা সেখানে গেলে অবশ্যই সবাইকে নিয়েই যাব।

এর আগে ‘বাদশা’ ও ‘নবাব’ নামে দুটি যৌথ প্রযোজনার সিনেমা মুক্তি না দেয়ার জন্য আন্দোলনে নেমেছিল চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘চলচ্চিত্র পরিবার’। এ নিয়ে রাজপথে মিছিল, সেন্সর বোর্ডের সামনে অবস্থান ধর্মঘটও করে তারা। এরপর চলচ্চিত্রাঙ্গন দুই ভাগে বিভক্ত হয়ে যায়।

তবে অনেকেই নতুন এই খবরটিকে বাংলা সিনেমার জন্য অতি আনন্দের বলে মনে করছেন। এখন দেখার অপেক্ষা সব দ্বন্দ্ব ভুলে সিনেমার উন্নয়নের স্বার্থে জাজ মাল্টিমিডিয়া ও চলচ্চিত্র পরিবার এক কাতারে সামিল হয় কিনা।

Place your advertisement here
Place your advertisement here