• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

নার্স মেহজাবিন, রোগী তাহসান

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

দুর্ঘটায় লাবণ্যর সঙ্গে দেখা হয় সানভির। আর এই দেথাতেই লাবণ্যের সঙ্গে পরিচয় হয় অচেনা সেই ছেলেটি। কিন্তু হঠাৎই সেই ছেলেটিকে ফেলে কোথায় যেন হারিয়ে যায় লাবণ্য।

বলছিলাম তাহসান এবং মেহজাবিনের অভিনীত একটি স্বল্পদের্ঘ্য চলচ্চিত্র ‘নিঃশ্বাস’ এর কথা। আর এতে রোগী হিসেবে আসছেন তাহসান আর নার্স ভূমিকায় মেহজাবীন। এটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।

স্বল্পদৈর্ঘ্যটির গল্পে দেখা যাবে, সানভি বাবা মায়ের সঙ্গে অষ্ট্রেলিয়ায় মাইগ্রেশন করেছে সাত বছর আগে। ছোটবেলা থেকেই সে গান করে। তার একটি ব্যন্ডদলও আছে। সম্প্রতি বেশ কয়েকটি কনসার্টের কাজে কিছুদিনের জন্য বাংলাদেশে আসেন তিনি।

অন্যদিকে লাবণ্য একটি বেসরকারি হাসপাতালের নার্স। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একদিন রাতে রেকডিং শেষ করে বাড়ি ফেরার পথে এক্সিডেন্ট করে সানভি। তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই পরিচয় হয় লাবণ্যর সঙ্গে। সানভি লাবণ্যকে বাসায় গিয়ে পরিচর্চা করতে বলে। হাসপাতাল কর্তৃপক্ষকে অনেক বুঝিয়ে রাজি করায় সে। একটা সময় সানভির সঙ্গে লাবণ্যর ভালো বন্ধুত্ব তৈরি হয়।আর তারপরে তার বাসা থেকে বিদায় হয় লাবণ্য।

শাহরিয়ার শাকিল প্রযোজিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আগামী ১৭ নভেম্বর অনলাইন প্ল্যাটফর্ম বায়োস্কোপ অরিজিনালসে দেখা যাবে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য একটি গান লিখেছেন আসিফ ইকবাল। গানচিলের ব্যানারে এই গানটি গেয়েছেন তাহসান ও কনা। আগামী ১৫ নভেম্বর রাত ১০টায় গাঙচিলের ইউটিউব চ্যানেল গানটি প্রকাশ হবে বলে জানান পরিচালক।

Place your advertisement here
Place your advertisement here