• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

আল-আরাফাহ বৃত্তি দিলো ২শ শিক্ষার্থীকে

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

২০১৮ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করা দুইশ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক।

শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এতে শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে আগামী চার বছর পড়াশুনার খরচ চালানো হবে।

অনুষ্ঠানে জানানো হয়, এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা মাসে তিন হাজার এবং এককালীন আট হাজার টাকা করে বৃত্তি পাবেন।

প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, গেল ১০ বছরে ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা তহবিলে (সিএসআর) অর্থের পরিমাণ প্রায় ২০ গুণ বেড়েছে। ২০০৯ সালে যা ৫৫ কোটি টাকা। আর ২০১৮ সালের জুনে এ তহবিলে ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ৪৯ কোটি টাকা।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বৃত্তিপ্রাপ্তরা মেধার জোরেই বৃত্তি পাচ্ছে। এটি কোনো দয়া নয়, এটা তোমাদের স্বীকৃতি। আমি বলব- আল আরাফাহ ব্যাংক তোমাদের স্বীকৃতি দিয়ে ধন্য হয়েছে। আশা করব, তোমরা সুনাগরিক হয়ে উঠবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ুয়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- মাসুদ রানা, মার্জিয়া খানম যুথী, পারভেজ রহমান এবং ইশরাত জাহান মুন প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here