• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

প্রতিবারের ন্যায় এবারও যুক্তরাষ্ট্রের বিখ্যাত জর্জিয়া কলেজ বিপুল সংখ্যক বিদেশী শিক্ষার্থীকে স্কলারশিপ দিচ্ছে। প্রতিবছর কলেজটি ১০০ বিদেশী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে থাকে। তবে আগামী বছর এই হার অন্যান্য বারের তুলনায় বেশি হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

সম্প্রতি এক সার্কুলারে আগামী বছরের ফল সিজনে ৩০ জন বিদেশী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। যাদের প্রত্যেককে বছরে ১৮ হাজার ৭০০ মার্কিন ডলার প্রদান করা হবে। একাডেমিক মেধা এবং একটি পোর্টফোলিও এর ওপর ভিত্তি করে এই বৃত্তি দেয়া হবে।

স্কলারশিপটি পেতে আগ্রহী শিক্ষার্থীদের ১ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত জর্জিয়া কলেজ যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেটের রাষ্ট্রীয়ভাবে মনোনীত একমাত্র পাবলিক লিবারেল আর্টস ইউনিভার্সিটি। উচ্চতর ক্যারিয়ার গঠনে নিজস্ব ক্যাম্পাস ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে চার বছর মেয়াদী স্নাতক এবং বিভিন্ন ধরনের প্রোফেশনাল স্টাডি করা যাবে এখানে।

Place your advertisement here
Place your advertisement here