• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি সাময়িক নিষিদ্ধ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি সাময়িকভাবে নিষিদ্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনৈতিক সংগঠনের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো। পরবর্তী উপাচার্য নিয়োগের পর যথাযথ প্রক্রিয়া বা সরকারি সিদ্ধান্তক্রমে স্থায়ীভাবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশীদ পদত্যাগ করেন। গত শুক্রবার রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র দেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এর পর থেকে আন্দোলন সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ওই দিন উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁর বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন হাসিবুর রশীদ।

২০২১ সালের ১৪ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন হাসিবুর রশীদ। চার বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই শুক্রবার তিনি পদত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক হাসিবুর রশীদ এর আগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here