• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

কোটা আন্দোলন: সংঘর্ষে বেরোবির এক শিক্ষার্থী নিহত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় কিছু সংখ্যক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম তার পরিচয় নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। তখন পুলিশের ছোড়া রবার বুলেটে আহত হয়ে বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুল আরেফিনও বিষয়টি নিশ্চিত করেছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও  যোগ দেন। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একজন ছাত্র  মারা গেছে বলে শুনেছি।

Place your advertisement here
Place your advertisement here