• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

জাবি গ্রন্থাগারে সমস্যার অন্ত নেই

দৈনিক রংপুর

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

চরম অব্যবস্থাপনায় চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার। শিক্ষার্থীদের কাক্ষিত সেবা দিতে ব্যর্থ হচ্ছে গ্রন্থাগার প্রশাসন। যেখানে সমস্যার কোনো অন্ত নেই। এখানে ৮৫ জনের জন্য একটি শৌচাগার। এছাড়া দুর্গন্ধযুক্ত ও স্যাঁতসেঁতে পরিবেশ, পানির সংকট ও খাবারের পানিতে ময়লা, অকেজো জেনারেটার মেশিনসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত আশির দশকে প্রতিষ্ঠিত এই গ্রন্থাগারটি।

৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর গ্রন্থাগারে উপচে পড়া ভিড়ের কারণে সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। প্রশাসনের অবহেলা ও কর্মকর্তা-কর্মচারীদের চরম উদাসীনতায় মন্থর গতিতে চলছে সর্বোচ্চ বিদ্যাপীঠের এ কেন্দ্রীয় গ্রন্থাগারটি। তিন তলাবিশিষ্ট লাইব্রেরিতে মোট বসার আসন ৫০০। তার বিপরীতে শৌচাগার আছে মাত্র ৯টি। এর মধ্যে পাঁচটি শৌচাগার ব্যবহার করে প্রায় ৪২৫ জন ছাত্র। আর চারটি ব্যবহার করে প্রায় ৭৫ জন ছাত্রী। ৮৫ জন ছেলেদের জন্যে একটি শৌচাগার। তাই ভিড় সব সময় লেগেই থাকে। দেড় বছর আগে শৌচাগার সংকট নিরসনের উদ্যোগ নিলেও তার সমাধান করতে পারেনি প্রশাসন। ফলে প্রতিদিন শৌচাগার ব্যবহার করতে গিয়ে বিব্রত অবস্থায় পড়েন ছাত্ররা।

 

1.জাবি গ্রন্থাগারে সমস্যার অন্ত নেই

এদিকে গ্রন্থাগারের বিভিন্ন জায়গায় ফ্যান সংকট, লাইট-ফ্যান নষ্ট, মাঝে মাঝে পানি না থাকা ও বইয়ের ওপর ময়লার স্তূপ থাকলেও এ বিষয়ে কারও মাথাব্যথা নেই। শিক্ষার্থীরা কর্মকর্তাদের কাছে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানালেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেন না।

এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া শিক্ষার্থীদের। আইন বিভাগের সোহেল রানা বলেন, কেন্দ্রীয় লাইব্রেরিতে আসন সংকট চরমে। নেই পর্যাপ্ত ফ্যান। যেখানে ফ্যান আছে সেখানে শিক্ষার্থীরা বসার জন্য ধাক্কাধাক্কি এমনকি হাতাহাতি পর্যন্ত হয়। আরেক শিক্ষার্থী আসিফ বলেন, কয়েক মাস ধরে লাইব্রেরীর নিচতলার ওয়াশরুম ব্যবহার অনুপযোগী। অথচ কর্তৃপক্ষ এসব দেখেও না দেখার ভান করছে।

এ বিষয়ে গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর লাইব্রেরি ডিজিটালাইজড করার পরিকল্পনা নিয়েছি। কিন্তু দক্ষ জনশক্তি ও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। এছাড়া গ্রন্থাগারের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে বাজেট চেয়েছি।

Place your advertisement here
Place your advertisement here