• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

হাবিপ্রবিতে কৃষিতে তারুণ্যের অংশগ্রহণ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত     

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইয়াস (ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস) বাংলাদেশের আয়োজনে ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রক্টর ড. মোঃ ইয়াছিন প্রধান, নেক্সটজেন এগ্রিকালচারাল লিডারস (বায়ার) নিলে হারমান ভ্যালেন্টে (জার্মান), ইয়াস এশিয়া প্যাসেফিক এর রিজিওনাল ডিরেক্টর রাবি রাউত (নেপাল)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াস এর প্রধান উপদেষ্টা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম.কামরুজ্জামান বলেন, এগ্রিকালচারাল সেক্টরে তরুণদের কাজ করার মতো অনেক ক্ষেত্র আছে। তিনি এ ধরণের কনফারেন্স আয়োজনের জন্য ইয়াস বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এর মাধ্যমে তরুণরা এগ্রিকালচার এর উন্নয়নের জন্য কাজ করতে উৎসাহিত হবে। এই সম্মেলনে স্মার্ট ফার্মিং সম্পর্কে কৃষি ও কৃষি বিষয়ক শিক্ষার্থীরা একটি উপকারী জ্ঞান অর্জন করবে বলে আমি আশা করি। 

Place your advertisement here
Place your advertisement here