• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে বিজেএসসি

দৈনিক রংপুর

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) বৃক্ষরোপণ ও অনগ্রসর শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করে বিজেএসসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের কাছে বৃক্ষরোপণ ও শিশুদের শিক্ষা উপকরণ তুলে দেন বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপদেষ্টা ও কুবি সাংবাদিকতা বিভাগের সভাপতি মাহবুবুল হক ভূঁইয়া, বিজেএসসি কুবি শাখার সভাপতি শাহরিয়ার নোবেল ও সাধারণ সম্পাদক ফরহাদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি পাপিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত, উপ-দপ্তর সম্পাদক আবুল বাসার সাজ্জাদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, ২০১৫ সালে ১৩ নভেম্বর যাত্রা শুরু করে "বাংলাদেশ জার্নালিজ স্টুডেন্টস কাউন্সিল-(বিজেএসসি)"। দেশের ১৬ বিশ্ববিদ্যালয়ের ১৩ শতাধিক শিক্ষার্থী এ সংগঠনের সাথে যুক্ত আছেন।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং মানারাত বিশ্ববিদ্যালয়ে বিজেএসসি এর শাখা সংসদ রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here