• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ঢাবির ১০ শিক্ষার্থী পুরস্কৃত

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

আয়কর সম্পর্কে জনগণকে সচেতন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর মেলার দ্বিতীয় দিনে ‘কর শিক্ষণ ফোরামে’র কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের এ পুরস্কার তুলে দেয়া হয়।

বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে বই ও সনদ তুলে দেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনজনকে দেওয়া হয় প্রাইজবন্ড।

এসময় এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়া উদ্দিন মাহমুদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন প্রজন্মের করদাতাদের আয়কর সম্পর্কে সচেতন করতে সপ্তাহব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনে ঢাবি’র অর্থনীতি, ফিন্যান্স এবং ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগের মোট ৪০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আগামী পাঁচ দিন ‘কর শিক্ষণ ফেরাম’ প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ, ঢাকা মেডিকেল কলেজ এবং রাজউক উত্তরা মডেল কলেজের ৪০ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

 

Place your advertisement here
Place your advertisement here