• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

এজেন্ট ব্যাংকিংয়ে কৃষি ঋণের আহ্বান গভর্নরের

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

দেশীয় অর্থনীতিতে কৃষকদের অংশগ্রহণ বাড়াতে ব্যাংকগুলোকে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষকদের সরাসরি ঋণ দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির। শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে একটি বেসরকারি ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

ফজলে কবির বলেন, এজেন্ট ব্যাংকিংয়ে বর্তমানে ব্যাংকগুলোর কার্যক্রম প্রশংসনীয়। সম্প্রতি ব্যাংকগুলোকে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষি ঋণ দিতে দেখা যাচ্ছে। আমি মনে করি, এটি একটি সময় উপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ। তিনি আরো বলেন, দেশের সব ব্যাংককে এজেন্ট ব্যাংকিং নিয়ে ভাবতে হবে, এটি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

কৃষকের কাছে সরাসরি কৃষি ঋণ পৌঁছে দিতে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন, আমরা প্রতি বছর কৃষি ঋণ নির্ধারণ করে দিচ্ছি। সেই ঋণ নানাভাবে কৃষকের কাছে পৌঁছাচ্ছে ঠিকই, কিন্তু তা আর ৯ শতাংশে (সুদ) থাকছে না। অর্থাৎ ঋণের সুদ নির্ধারিত হারের চেয়ে দ্বিগুণের বেশি হয়ে যায়। এতে আমাদের কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এর পরিপ্রেক্ষিতে ঋণদান প্রক্রিয়ায় যথাযথ তদারকি ও দেখভালের প্রতি ব্যাংকগুলোকে আরো বেশি যত্নশীল হওয়ার কথা বলেন তিনি। এদিকে ‘দেশের ব্যাংকিং খাতে যথেষ্ট তারল্য আছে’ উল্লেখ করে ফজলে কবির বলেন, বিদ্যমান ব্যবস্থায় কর্পোরেট ব্যবস্থা উন্নত করার কোনো বিকল্প নেই। এটি চলমান সংস্কৃতি। আমাদেরকে এই চর্চার মধ্যেই থাকতে হবে। এটি কেন্দ্রীয় ব্যাংকের উপর চাপিয়ে দেয়ার বিষয় নয়।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ব্যাংকিং খাতের বিভিন্ন বিশ্লেষক, অর্থনীতিবিদ এবং বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
 

Place your advertisement here
Place your advertisement here