• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

সোনাগাজীতে সর্ববৃহৎ বিদ্যুৎ প্রকল্প স্থাপন

দৈনিক রংপুর

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

ফেনী নদীর মোহনায় সোনাগাজীতে এক হাজার একর জায়গার ওপর নির্মাণ হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্প।

ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সোনাগাজীর চরচান্দিয়া ইউপি চর পূর্ব বড়ধলীতে এরমধ্যে ভূমি অধিগ্রহণের কাজ শেষ করেছে। বিদ্যুৎ বিভাগের অধিনস্থ পাওয়ার সেলের তত্ত্বাবধানে ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এ কাজ করা হচ্ছে। এখানে সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করতে আন্তর্জাতিক পর্যায়ের কনসালটেন্ট নিয়োগ দিয়েছে।

প্রাথমিক পর্যায়ে সৌর বিদ্যুৎ প্রকল্প হতে ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ ও বায়ু বিদ্যুৎ প্রকল্প হতে ১শ’ মেগাওয়াট বিদ্যুৎসহ মোট ২শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। যা দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডে যোগ হবে।

২০১৬ জুলাই মাসে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মনোয়ারুল ইসলাম বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লি. এর এমডি এটিএম জহিরুল ইসলাম মজুমদার, নির্বাহী পরিচালক (অর্থ ও প্রশাসন) এএম মনসুর উল আলম, প্রকল্প পরিচালক ড. কাজী মু. হুমায়ুন কবীর, প্ল্যানিং ও ডেভেলপমেন্ট সেকশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইব্রাহীম মুহাম্মদ শাফী আল মোহতাদ, নির্বাহী প্রকোশলী মো. সাইফুর রহমান, পিডিপির প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এর সদস্য মো. আবুল বাশার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লা ও ফেনী জোনের প্রধান প্রকৌশলী, ফেনী জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শনে এসে বিদ্যুৎ সচিব মনোয়ারুল ইসলাম বলেন, পৃথিবীর বহু দেশ ভ্রমণ করে এমন বিদ্যুৎ প্রকল্প দেখার সুযোগ হয়েছে। কিন্তু দেশেই সাগরের কাছাকাছি প্রকল্প উপযোগী আর কোনো স্থানে চোখে পড়েনি। প্রকল্পের কাজটি যাতে দ্রুততম সময়ে শুরু করা যায় এ বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তা ও প্রশাসনের প্রতি মৌখিকভাবে নির্দেশনা দেন তিনি।

Place your advertisement here
Place your advertisement here