• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

তৌহিদ হোসেনের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনার হাজনাহ মো. হাশিম। সোমবার (১৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনারকে বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে তার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাইকমিশনার তার মেয়াদে যে সমর্থন ও সহযোগিতা পেয়েছেন তার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপদেষ্টা এবং হাইকমিশনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে এ সফর দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করেন।

তারা দ্বিপাক্ষিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেমন– জনশক্তি রপ্তানি, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।

Place your advertisement here
Place your advertisement here