• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ ২৬ নভেম্বর

দৈনিক রংপুর

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগের মামলায় বিএনপির নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে কি না সেই বিষয়ে আদেশের তারিখ আগামী ২৬ নভেম্বর ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার মামলাটি আদেশের জন্য ধার্য ছিল। এদিন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ গ্রেফতারি পরোয়ানা জারির জন্য ফের আবেদনের শুনানি করেন।

শুনানিতে তিনি বলেন, মামলাটিতে তদন্ত কর্মকর্তা খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য চারটি ধার্য তারিখ পার হয়েছে। আমি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জোর আবেদন করছি।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান ২৬ নভেম্বর আদেশের জন্য তারিখ ধার্য করেন।

২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, খালেদা জিয়া ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে (আইইবি) শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিতর্কীত মন্তব্য করেন।

মামলাটিতে গত ৩০ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস। গত ২৩ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন সভাপতি এ বি সিদ্দিকী।

Place your advertisement here
Place your advertisement here