• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল

দৈনিক রংপুর

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

শাহ এ এস এম কিবরিয়া

পাঁচ আসামি আদালতে হাজির না হওয়ায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আবারো পিছিয়েছে। আগামী ৭ জানুয়ারি স্বাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম সাক্ষ্যগ্রহণের নতুন এই তারিখ ধার্য করেন।

ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, কিবরিয়া হত্যা মামলার আসামি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ ৯ জন আদালতে হাজির হন। কিন্তু কারান্তরীণ লূৎফুজ্জামান বাবর এবং জামিনে থাকা আবদুল কাইয়ূম, জয়নাল আবেদীন ও মুমিনুল ইসলাম আদালতে অনুপস্থিত ছিলেন।

এ পরিস্থিতিতে সব আসামি আদালতে হাজির না হওয়ায় বিচারক সাক্ষ্যগ্রহণ থেকে বিরত থেকে নতুন তারিখ ধার্য করেন। এই মামলার ১৭১ জন স্বাক্ষীর মধ্যে এরই মধ্যে ৪৩ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালে হবিগঞ্জের বৈদ্যের বাজার এলাকায় জনসভা শেষে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়াসহ ৫ জন, আহত হন অন্তত ৪৫ জন

Place your advertisement here
Place your advertisement here