• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

কারাগার থেকে ঢাকা মেডিকেলে রফিকুল

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার কারণে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপি নেতা ব্যারিস্টার ইসলাম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় তাকে কারাগার থেকে ঢামেকে আনা হয়। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী বিষয়টি নিশ্চিৎ করেছেন। তার নেতৃত্বেই ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ঢামেকে আনা হয়।

তিনি জানান, সকাল থেকে রফিকুল ইসলাম মিয়ার বুকে ব্যথা ও শ্বাসকষ্টসহ ডায়রিয়া হচ্ছিল। ঢামেকের জরুরি বিভাগে তাকে আনা হলে কর্তব্যরত চিকিৎক ৬০২ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন।

ঢামেকে বর্তমানে তিনি ডা. রাশেদের অধীনে চিকিৎসাধীন আছেন। ডায়রিয়ার কারণেই ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অন্যান্য সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ডা. রাশেদ।

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় মঙ্গলবার (নভেম্বর ২০) সন্ধ্যায় ইস্কাটনের নিজ বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়াকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এর আগে সম্পদের তথ্য পোপনের অভিযোগে দুদুকের করা মামলায় মঙ্গলবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহাবুব ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেন

Place your advertisement here
Place your advertisement here