• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

আ স ম ফিরোজের নির্বাচনে অংশ নিতে বাধা নেই

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

আ স ম ফিরোজের সাতাশ কোটি টাকার ঋণ মওকুফ ও এর সর্বশেষ পুনঃতফসিল স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ আগামী আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট চেম্বার আদালত।

ফলে দশম জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে আর বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

এতে আদালতে আ স ম ফিরোজের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম ও ব্যারিস্টার তানিয়া আমীর। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

এর আগে হাইকোর্ট গত ২২ নভেম্বর সোনালী ব্যাংক থেকে নেয়া আ স ম ফিরোজের ২৭ কোটি টাকা ঋণের সুদ মওকুফ ও ঋণের সর্বশেষ পুনঃতফসিল স্থগিত করেছিলেন।

একইসঙ্গে মেসার্স পটুয়াখালী জুট মিলের ঋণ বারবার পুনঃতফসিল করার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা মানতে সোনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতা কেন আইনগত বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। চার সপ্তাহের মধ্যে সোনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংককে এ রুলের জবাব দিতে বলা হয়।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওই দিন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

মাইনুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং নিয়ন্ত্রণ ও নীতি বিভাগ (ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট-বিআরপিডি)’র ১৫তম সার্কুলার অনুযায়ী ঋণ তিন বারের বেশি পুনঃতফসিল করা যায় না। কিন্তু মেসার্স পটুয়াখালী জুট মিলস লিমিটেডের নামে আ স ম ফিরোজের নেয়া ঋণ সোনালী ব্যাংক ১৯৯৪ সাল থেকে এ পর্যন্ত মোট নয় বার রিসিডিউল (পুনঃতফসিল) করেছে। বাংলাদেশ ব্যাংক এটির অনুমোদনও দেয়। বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের এ সিদ্ধান্তটিই স্থগিত করে দিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

প্রসঙ্গত, এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক রিটটি দায়ের করেন। সেই রিটের শুনানি নিয়ে আদালত গত ২৩ নভেম্বর রুলসহ আদেশ দেন।

Place your advertisement here
Place your advertisement here