• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

কুমিল্লা পেট্রোল বোমা মামলাঃ খালেদার জামিন শুনানি পেছাল

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

কুমিল্লার পেট্টোল বোমা হামলার মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন শুনানি আবারো পিছিয়েছেন আদালত।

রোববার এ মামলায় খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু এ তথ্য জানান।

তিনি জানান, কুমিল্লার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক কে এক শামছুল আলম মামলার জামিন শুনানি পরিচালনা না করে আগামী ৭ জানুয়ারি (২০১৯) পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

কাইমুল হক রিংক বলেন, শুধু তাই নয়, এর আগেও আদালত এ মামলার জামিন শুনানির তারিখ একাধিকবার পরিবর্তন করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। এতে অভিযুক্ত আসামি খালেদা জিয়াকে আদালতে জামিনও দিচ্ছেন না, আবার নামঞ্জুরও করছেন না। ফলে হাইকোর্টে যাওয়ার সুযোগও মিলছে না সহসাই।

এদিকে মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি তারিখে ২০ দলীয় জোটের অবরোধের সময় কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্টোল বোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে ৮ যাত্রী মারা যান। এছাড়া আহত হন আরো ২০ যাত্রী।

পরে এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়।

এরই মধ্যে ৭৭ আসামির মধ্যে তিনজন মারা গেছেন। আর ৫ জনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। ফলে খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন

Place your advertisement here
Place your advertisement here