• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

জাতীয় সমবায় দিবসে প্রধানমন্ত্রীর বাণী

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৭তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:

“আজ ৪৭তম জাতীয় সমবায় দিবস। ‘সমবায়ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি সারাদেশে যথাযোগ্য মর্যাদার সাথে উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

আমাদের সরকার সকল মানুষের মৌলিক চাহিদা পূরণে সমবায়ভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক গুরুত্বারোপ করেছে। বর্তমানে ১ লক্ষ ৭৪ হাজার ৭০০টি সমবায় সমিতির ১ কোটি ৯ লক্ষ জন সদস্য রয়েছে। এ সকল সমবায় সমিতিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয়-ঋণদান, দুগ্ধ, কুটির শিল্প, গার্মেন্টস আবাসন, ব্যাংক, বীমা, পণ্য বিপণন, আশ্রয়ণ এবং একটি বাড়ি একটি খামার প্রভৃতি ক্ষেত্রে সমবায়কে অবলম্বন করে এগিয়ে যাচ্ছে। ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নয়নে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় গ্রহণ করা হয়েছে সমবায়ভিত্তিক নানা উন্নয়ন প্রকল্প।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়তে সোনার মানুষ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এজন্য প্রতিটি গ্রামে সমবায়ভিত্তিক সংগঠন গড়ার মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়েছিলেন। তাই সমবায়ভিত্তিক সমাজ গঠন ও উন্নয়ন টেকসই করতে দেশে সাধারণ জনগোষ্ঠীকে সমবায় প্রক্রিয়ায় সংগঠিত করে পুঁজিগঠন, উদ্যোক্তা সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, কার্যকরী প্রশিক্ষণ এবং গবেষণার মাধ্যমে উৎপাদনমুখী ও পরিকল্পিত উপায়ে আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতামূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টায় দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বেগবান করতে সমবায় বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীসহ সমবায়ীগণকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

রূপকল্প ২০২১ ও এসডিজি ২০৩০ বাস্তবায়ন এবং আমাদের ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরের ক্ষেত্রে সমবায়ের ভূমিকা অপরিসীম। তাই আসুন বঙ্গবন্ধুর ভাষায়, ‘সমবায়ের যাদু স্পর্শে’ সোনার বাংলাদেশ বিনির্মাণে মূল্যবোধের চর্চা ও সমবায়ভিত্তিক সমাজ গঠন করে আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করি।

এ দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। সমবায় আন্দোলন সফল হোক।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীবী হোক।”

Place your advertisement here
Place your advertisement here