• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন বাণিজ্য উপদেষ্টা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

অর্থ বাণিজ্য উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত হয়েছে। আমি মনে করি না, এটা বিরাট কোনো ক্ষতির কারণ হয়ে গেছে। এর প্রভাবে দীর্ঘ মেয়াদে এটি একটি পজিটিভ ইস্যু হবে।রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

এর আগে শনিবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের রফতানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে তিন হাজার টন ইলিশ রফতানি অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ বলেন, লাখ ৩০ হাজার টন ইলিশ উৎপদান হয়, এর মধ্যে হাজার টন রফতানির অনুমোদন দেওয়া হয়েছে, যা উৎপাদনের শূন্য দশমিক শতাংশও নয়। পরিমাণ চাঁদপুর ঘাটের একদিনের থেকেও কম।

তিনি বলেন, ভারত পার্শ্ববর্তী দেশ, তাদের ফ্যামিলি কান্ট্রি হিসেবে আমরা বলি। বিষয়ে যারা ইমোশনালি কথা বার্তা বলে বলুক। তবে সিদ্ধান্ত নেয়ার জন্য আমি বিভিন্ন মহল থেকে বাহবা পাচ্ছি। অনেকেই এটাকে ভালো সিদ্ধান্ত বলে জানাচ্ছে।

তিনি আরো বলেন, ইলিশ রফতানি করে বাণিজ্য দিক দিয়েও সুবিধা রয়েছে। কিছু বৈদেশিক মুদ্রা আসবে। এমনিতেই চোরাচালান হয়ে চলে যাচ্ছে। সব সিদ্ধান্ত সবার সঙ্গে আলোচনা করে নিতে হবে এমনটি নয়। সরকারে একজন হয়তো এর বিরোধী করলেও আরো উচ্চ পর্যায় বলেছে রফতানি করা যেতে পারে। অর্থাৎ সার্বিকভাবে অনেক বিবেচনা করেই ইলিশ রফতানির সিদ্ধান্ত হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here