• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রিজার্ভ নিয়ে ধোঁয়াশা কাটলো, জানা গেল নতুন তথ্য

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর রিজার্ভ নিয়ে কোনো তথ্য জানাচ্ছিল না বাংলাদেশ ব্যাংক। ফলে দেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ নিয়ে জনমনে ছিল ধোঁয়াশা। সেই ধোঁয়াশার অবসান ঘটিয়ে প্রকৃত রিজার্ভ নিয়ে নতুন তথ্য জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ‘ঠিকানাতে’ প্রচারিত এক অনুষ্ঠানে গভর্নর বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ডেফিনেশন অনুযায়ী বর্তমানে আমাদের প্রকৃত রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

গত এক সপ্তাহে ৩০০ মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ ব্যাংক একটি ডলারও বাজারে বিক্রি করেনি; বরং আমরা রিজার্ভ বাড়াতে প্রতিনিয়ত ডলার কিনছি। এখন বাজার থেকে প্রতিদিন ৫০ মিলিয়ন ডলার কেনা হচ্ছে।

মূল্যস্ফীতি নিয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, আগামী ৫ মাসের মধ্যে মূল্যস্ফীতি একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসার লক্ষ্য রয়েছে। প্রাথমিকভাবে মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশের মধ্যে প্রথম পর্যায়ে নিয়ে আসব। পরবর্তী সময়ে এক বছরের মধ্যে সেটা ৪ থেকে ৫ শতাংশে নিয়ে আসার লক্ষ্য রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here