• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

শিক্ষার্থীদের উসকানি দিয়ে ভুল পথে নেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উসকানি দেওয়া হচ্ছে। তাদের ভুল পথে নেয়া হচ্ছে।

রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের কারা উসকানি দিয়েছে এবং কারা দায়ী সবগুলো বিষয় তদন্তের পর বলা যাবে। তদন্তের পরই করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার।

মামলা প্রত্যাহারের জন্য শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রসঙ্গে তিনি বলেন, যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে। মামলা তদন্তের পর যদি মেরিট না থাকে তবে অটোমেটিক বাতিল হয়ে যেতে পারে। সেখানে ২৪ ঘণ্টা কিংবা ২৪ দিনের কোনো প্রশ্ন আসে না। আর যদি মামলার মেরিট থাকে তাহলে তদন্ত শেষে বিচারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীদের সড়কে নামা প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, শিক্ষার্থীরা না বুঝে এসব করছে। এর পেছনে উসকানিদাতারা কাজ করছে। বাইরে থেকে দেওয়া প্ররোচনায় তারা ভুল পথে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সুপ্রিম কোর্ট থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে আগামী ৮ আগস্ট শুনানি হবে। শুনানিতে শিক্ষার্থীদেরও অংশগ্রহণ করতে বলা হয়েছে। তারা সেগুলো না করে রাস্তা অবরোধ করছে। সবকিছু এখন বিচার বিভাগের কাছে। সরকারের হাতে কিছু নেই। আদালত থেকে যে সিদ্ধান্ত আসবে সেটাই বাস্তবায়ন করা হবে।

Place your advertisement here
Place your advertisement here