• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

আদালতের ওপর ভরসা রেখে ছাত্রদের ক্লাসে ফেরা উচিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

কোটাবিরোধী আন্দোনলকারীদের উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, আদালতের ওপর ভরসা রেখে ছাত্রদের ক্লাসে ফিরে যাওয়া উচিত।

তিনি বলেন, সর্বোচ্চ আদালতে আইনি প্রক্রিয়া শেষ না হলে কোটার বিষয়ে সরকারের পদক্ষেপ নেয়ার কোনোই সুযোগ নেই।

শনিবার বিকেলে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

সাবজুডিস বিষয়ে কমিশন গঠনের সুযোগ সরকারের নেই জানিয়ে আরাফাত বলেন, সংসদে আইন প্রণয়নের যে দাবি উঠেছে তা অজ্ঞতাপ্রসূত, আন্দোলনকারীরা বারবার ভিন্ন ভিন্ন দাবি করছে- এতে বোঝা যায় কোটা সংস্কারের নামে তাদের ভিন্ন দুরভিসন্ধি রয়েছে।

জনদুর্ভোগ হলে ব্যবস্থা নেয়া হবে বলেও সাফ জানিয়ে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

Place your advertisement here
Place your advertisement here