• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

অযৌক্তিক কোটা থাকলে যৌক্তিক পর্যায়ে আনা হবে: গণপূর্তমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, কোটা সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে। তেমনি অযৌক্তিকভাবে যে কোটা সংরক্ষণ করা আছে, সেগুলোকে যৌক্তিক পর্যায় নিয়ে আসা দরকার। সে বিষয় আমরা কাজ করছি এবং করব। সংবিধানে কোটার কথা বলা আছে। অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রসরতার জন্য কোটা প্রয়োজন আছে। 

শনিবার মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়িতে প্রস্তাবিত মুজিব আন্তর্জাতিক কনভেনশন সেন্টার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানেও কোটার কথা বলা হয়েছে। মুক্তিযোদ্ধাদের নিজেদের জন্য কোটার প্রয়োজন নেই, তাদের সন্তানরাও কোটার বাইরে চলে গেছে। কোটার বিষয়ে আদালত যেভাবে নির্দেশনা দেবেন, সরকার সেভাবেই বাস্তবায়ন করবে।

কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে মন্ত্রী আরো বলেন, আপনাদের প্রতি সরকারের সহানুভূতি রয়েছে। কিন্তু এই আন্দোলন করে আপনারা নিজেদের পড়ালেখার ক্ষতি করছেন। আপনারা পড়ালেখায় মনোযোগ দিন। এই আন্দোলনের প্রতি সরকারের বিরূপ মনোভাব নেই। বর্তমান সরকার সব দিক বিচার-বিশ্লেষণ করে এগিয়ে যাবে।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলাম, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান ও পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here