• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

অবসরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অর্থমন্ত্রী

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দীর্ঘ কর্মজবীন থেকে অবসরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। আজ (শনিবার) দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জাতীয় যাদুঘরে সুহেলী বিলকিস জালালের তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘আজকে যে বই দু’টির মোড়ক উম্মোচন হতে যাচ্ছে এ বইগুলো লেখক আমাকে অনেক আগেই দিয়েছেন। কিন্তু আমি বলবো না এটার অনেক কিছুই পড়েছি।  কারণ, বর্তমানে আমি একটু ব্যস্ত আছি, আমি এই লম্বা কর্মজবীন থেকে অবসরে যাওয়ার চিন্তা-ভাবনা করছি। তাই এর  জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার কর্মজীবনের সময়কাল ৭০ বছরের কিছু কম। আমি বইটির খুব বেশি পড়তে পারিনি।  

নিজের বই প্রসঙ্গে সুহেলী বিলকিস জালাল বলেন, তিনি তার জীবনে যা দেখেছেন সেগুলোকেই সাবলীল ভাষায় কবিতায় প্রকাশ করার চেষ্টা করেছেন। তিনি আশা প্রকাশ করেন এ কবিতাগুলো মনুষকে আনন্দ দেবে।

এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘রমনার দেবীমূল হতে’ এবং ‘ফর্ম দ্যা সিটাডেল অ্যাট রমনা' বই দু’টির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, কবী কাজী রোজী এমপি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, প্রাবন্ধিক ও লেখক ইনাম আহমেদ চৌধুরী, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here