• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ম্যাজিস্ট্রেটদের নিয়ে ইসি`র বৈঠকে নেই সাংবাদিকরা!

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এ অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার কথা থাকলেও তা দেয়া হয়নি।

শনিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁও এর কমিশন ভবন অডিটরিয়ামে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করেছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহাদাত হোসেন চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়নগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, শেরপুরসহ কয়েকটি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যোগ দিয়েছেন।

অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক। এরপরেই গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলা হয়। ইসির এ ধরনের অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার সুযোগ দেয়া হলেও শনিবার তা দেয়া হয়নি।

Place your advertisement here
Place your advertisement here