• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বঙ্গবন্ধুকে ১৩ বছর জেলে রেখেছিলেন আইয়ুব খান: মুক্তিযুদ্ধমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৩ বছর জেলে আটকে রেখেছিলেন আইয়ুব খান। মাত্র ৯ বছর জেলের বাইরে ছিলেন তিনি। সেই সময়টাতে গোয়েন্দারা প্রতিদিন রিপোর্ট করতো শেখ মুজিব পূর্বপাকিস্তানে স্বাধীনতা চায়। তার বক্তব্যে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম প্রমাণিত হয়। এতেই বোঝা যায় পাকিস্তান জন্মের পর থেকে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন।

শুক্রবার নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতাকামী না হলে আমরা বাংলাদেশ পেতাম না। আইয়ুব খান ২৩ বছরের শাসনামলে শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী বলে ১৩ বছর জেলে আটকে রেখেছিলেন।

এর আগে, মন্ত্রী হাতিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফিতা কেটে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, মুক্তিযুদ্ধকালীন হাতিয়ার কমান্ডার অধ্যাপক মো. ওয়ালী উল্যাহ, উপজেলা চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন, ইউএনও মোহাম্মদ কায়সার খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) আমান উল্যাহ প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here