• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

এরশাদ-খালেদা আলেমদের মুলা ঝুলিয়ে রেখেছিলেন: তথ্যমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি শিক্ষার্থীদের স্বীকৃতি দিয়েছেন। সরকারি চাকরিও দিয়েছেন।

এর আগে এরশাদ ও খালেদা জিয়া মুলা ঝুলিয়ে রেখেছেন। আলেমদের প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সরকারই একমাত্র কাজ করেছে। এমনকি যারা ইসলামের কথা বলে ভোট নেওয়ার চেষ্টা করেছেন তারাও কিছুই করেননি।

বুধবার (২৯ মার্চ) ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এদেশে জোর জুলুম করে কখনো ইসলাম প্রতিষ্ঠা হয়নি। অলি-আউলিয়াদের মাধ্যমে এ দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। যারা অলি আওলাদের মানে না তারা বিএনপিদের সঙ্গে রয়েছেন।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনের ফয়সালা হবে দেশ কি পাকিস্তান-আফগানিস্তান হবে নাকি উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। ওলিওয়ালাদের ইজ্জত থাকবে কি থাকবে না সেটারও ফয়সালা হবে।

রাশেদ খান মেনন বলেন, মুক্তিযোদ্ধার বিরোধীদের প্রতিষ্ঠা করতে যে দেশে ইসলামের মধ্যে বিভেদ ঘটেছে। নির্বাচনকে সামনে রেখে আরো নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। থেকে তাদেরকে মোকাবেলা করতে হবে।

রাজধানীর হোটেল ফারসে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান মাওলানা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী। বক্তব্য রাখেন মাওলানা মেজবাউর রহমান চৌধুরী।

Place your advertisement here
Place your advertisement here