• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

সপ্তমবারের মতো শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন লাকী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

সপ্তমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হয়েছেন নাট্যজন লিয়াকত আলী লাকী। তার চুক্তির মেয়াদ এবার দুই বছরের জন্য বৃদ্ধি করেছে সরকার। 

সংস্কৃতি মন্ত্রণালয়ের বুধবারের এক প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক এ নিয়োগের কথা বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহা. রফিকুল ইসলাম ঐ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

২০১১ সালের ৭ এপ্রিল মহাপরিচালক হিসেবে শিল্পকলা একাডেমির দায়িত্ব নেন লাকী। এরপর ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ সালের ২৭ মার্চ ও ২০১৮ সালের ১০ এপ্রিল একই পদে ফিরেন তিনি। সর্বশেষ ২০২০ সালে তিন বছর মেয়াদে এই পদ পান তিনি। এবার তিনি এই পদে সপ্তমবারের মতো আসীন হলেন।

গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন লাকী। এছাড়া বাংলা একাডেমির সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান।

Place your advertisement here
Place your advertisement here